ভ্রাম্যমাণ আদালতে টাঙ্গাইলে ৫ দোকানদারকে জরিমানা

টাঙ্গাইল  প্রতিনিধি:

টাঙ্গাইলে সরকারি নির্দেশ অমান্য করে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে ৫ ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করার অপরাধে ৫ দোকানদারকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য দোকানদারকে সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান-‘ কোন অসাধু ব্যবসায়ী যেনো অনৈতিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,।