গাইবান্ধা প্রতিনিধি :
দ্বিতীয় ধাপের নির্বাচনী ফলাফল হওয়ার পরের দিন গাইবান্ধা সদর উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয় এক যুবক তাকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ঘাতক আরিফের বসতবাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।
নিহত আব্দুর রউফ মাগুরের কুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি লক্ষিপুর স্কুল ও কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ১১ নভেম্বর বৃহস্পতিবারের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
ঘাতক আরিফ খাদ্য বিভাগে পিয়ন পদে কর্মরত বলে জানা যায়।নিহত ইউপি সদস্যের পরিবার জানায়, গতকাল শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ তার প্রতিবেশী রুহুল আমিনের সঙ্গে মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি একটি ভাঙা ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন তারা। এ সময় আরিফ নামে এক যুবক লোহার রড দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। আব্দুর রউফের মাথায় একাধারে কয়েকটি আঘাত করে পালিয়ে যান তিনি। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
এরপর রাত প্রায় দেড়টার সময় উত্তেজিত জনতা ঘাতক আরিফ এর বসতবাড়ীতে আগুন লাগিয়ে দেয়।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনর্চাজ মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।