বরিশালে ল‌ঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ক্ষুব্ধ যাত্রীরা

বরিশাল ব্যুরো চীফ :

সারা দেশে চলা পরিবহন ধর্মঘট তুলে নেয়ার পর প্রত্যাহার করা হয় লঞ্চ ধর্মঘটও। সোমবার সকালে শুরু হয় বরিশাল নদীবন্দরে লঞ্চ চলাচল।

তবে ল‌ঞ্চের ভাড়া বৃ‌দ্ধি পাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। অস্বাভা‌বিক ভাড়া বৃ‌দ্ধি‌তে ল‌ঞ্চে যাতায়াত করা সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকেই।

ভোলা-ব‌রিশাল নৌপথের এম‌ভি আওলাদ ল‌ঞ্চের মাস্টার আব্দুর রহমান বলেন, ‘এই রু‌টে ভিআইপি সিটে ভাড়া ছি‌লে ৯০ টাকা, এখন হ‌য়ে‌ছে ১২০ টাকা। ডে‌কের ভারা ছি‌ল ৭০ টাকা, এখন হ‌য়ে‌ছে ৯০ টাকা।

ব‌রিশাল-পাতারহাট-ই‌লিশা রু‌টের লঞ্চ এম‌ভি রাজপা‌খির স্টাফ সাইদুল ব‌লেন, ‘ডিজেলের দাম বাড়ায় লঞ্চ চলাচ‌লে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট চ‌লে‌ছে।

ভাড়া এখন এমন বেড়েছে, এতে জরুরি প্রয়োজ‌নের যাত্রী ছাড়া অন্য কেউ যা‌বে কি না তা সন্দেহ। সকাল থে‌কে লঞ্চঘা‌টে লোকজন কম দেখছি।

ব‌রিশাল-‌ভোলা নৌপথের যাত্রী শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘ভোলায় যে‌তে ৩০ টাকা বে‌শি দি‌তে সমস্যা হ‌বে না। ত‌বে ঢাকায় যা‌ব কীভা‌বে এত টাকা ভাড়া দি‌য়ে। হিসাব ছাড়া ভাড়া বাড়া‌নো হ‌য়ে‌ছে। আগের ভাড়ার থে‌কে বর্তমানের নির্ধারিত ভাড়ার ব্যবধান অ‌নেক। এ রকম ভাড়া হ‌লে লঞ্চে কে উঠ‌বে?’

জান্নাতুল ইসলাম না‌মের এক এন‌জিও কর্মকর্তা ব‌লেন, ‘অ‌ফি‌সের কা‌জে বরিশাল-ঢাকায় প্রায়ই আপডাউন কর‌তে হয়। এখন যে ভাড়া হইছে তাতে ল‌ঞ্চে যাতায়াত সম্ভব নয়। সরকার হি‌সাব-নিকাশ ছাড়াই ভাড়া বৃদ্ধির দাবি মেনে নি‌য়ে‌ছে।’