ফরিদপুরে দুই উপজেলায় মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর বোয়ালমারী ও আলফাডাঙ্গা দুই উপজেলার মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা ভুক্ত নামের যাচাই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলা হলরুমে যাচাই বাছাই করা হয়। দুই উপজেলা মিলে ৭৮ জন বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যসম্পন্ন করেন।

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদদের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

নতুন বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সঠিক আছে কিনা সাক্ষী হিসেবে কমান্ডার ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

আরও উপস্থিত ছিলেন- বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা বীর মুক্তিযোদ্ধার কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, প্রমুখ। এছাড়া এ হল রুমে দুই উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।