কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার মারা গেছেন। রোববার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।
গত শুক্রবার (৫ নভেম্বর) রাতে সদর উপজেলার ঝিলংজা লিংরোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জহিরুল ইসলাম সিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় গুলিবিদ্ধ জহিরকে প্রথমে কক্সবাজার ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জহিরুল কক্সবাজার সদর উপজেলার লিংরোড এলাকার মোহাম্মদ জামাল আহমেদের ছেলে।
এ ঘটনায় জহিরুলের ভাই ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার আহত হন।