টাঙ্গাইল প্রতিনিধি:
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো টাঙ্গাইলেও শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে গন পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে গণপরিবহণ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাইপাসগুলোতে যাত্রীরা ভীড় করে দাড়িয়ে আছেন পরিবহণের আশায়। আধঘণ্টা- একঘন্টা পর পর উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা দু একটা লোকাল বাসের দেখা মিললেও তাতে তিল ধারণের ঠাঁই নেই। কেউ কেউ দুই-তিনগুণ বেশি ভাড়া গুণে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাসে রওনা দিয়ে চান্দরা পর্যন্ত পৌছতে পারছেন। অনেকেই আবার ছুটে যাচ্ছেন রেল স্টেশনের দিকে। অতিরিক্ত যাত্রী চাপ থাকায় সেখানেও মিলছে না টিকেট।
টাঙ্গাইলের গণপরিবহণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারাও পরিবহণ মালিকদের দাবির সাথে একমত।
তারা জানায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যাত্রীদের কাছে ওই হারে ভাড়া বেশি চাইলে তারা দিবে না। ফলে চলন্ত পরিবহণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে।
নগর জলফৈ বাইপাসে শিশু সন্তান কোলে নিয়ে বাসের জন্য অপেক্ষারত একজন নারী যাত্রী বলেন, হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় খুব ঝামেলা হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করে বাস না পেলে তিনি বাড়ি ফিরে যাবেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চলছে না ট্রাক, পিক আপ ভ্যানও। এর প্রভাব পড়ছে শহরের কাঁচা বাজারগুলোতে।