মানিকগঞ্জ থেকে :
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে ১৭টি পণ্যবাহী ট্রাকসহ ডুবে গেছে রো রো রো ফেরি আমানতশাহ।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, নিশ্চিত করে বলেছেন,বুধবার সকালে উক্ত নৌরুটের রো রো আমানদশাহ নামে একটি বড় ফেরি ১৭টি পণ্যবাহী ট্রাক বোঝাই করে ও দৌলতদিয়া ফেরিঘাট থেকে থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
ফেরিটি পাটুরিয়া ঘাটের ৫নং ৫ন্টুনের কাছে পৌঁছালে ফেরিটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদলের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ ও বাণিজ্যিক বিভাগের পরিচালক মো. আশিকুজ্জামান আশিক বলেন, ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে রো রো আমানতশাহ ফেরি ডুবির ঘটনা জেনেছি। এতে প্রাণহানির ঘটনা না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।