ধামরাই (ঢাকা) থেকে :
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের চড়খন্ড কেদ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে লায়ন একাদশ বনাম ঢাকা ব্রিকস একাদশের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ২২ (অক্টোবর ) ২০২১ খ্রীস্টাব্দে চড়খন্ড ও দক্ষিণ নওহাটা দি নিউ সান রাইজ ক্লাব এর উদ্যোগে , চড়খন্ড কেদ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে লায়ন একাদশ বনাম ঢাকা ব্রিকস একাদশের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি পরিচালনা করেন মো. কালাম (বাফুফে), সহকারী রেফারি মো. লাবু (বাফুফে) ও মো. আলাউদ্দিন (বাফুফে) । ৪৫ মিনিট করে ৯০ মিনিট খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে মধ্যে কোন দল গোলের দেখা পাননি , পরবর্তীতে খেলাটি ট্রাইবেকারে চলে যায় । ট্রাইবেকারে (০+৩=০+৪) ৩-৪ গোলে লায়ন একাদশ বিজয়ী হয় ।
উক্ত খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন সুনামধন্যে মো. আরিফুল ইসলাম ।
এতে ৩-৪ গোলে লায়ন একাদশ বিজয়ী হয় । বিজয়ী দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার ও রানার্স আপকে ১৯ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।
চড়খন্ড ও দক্ষিন নওহাটা দি নিউ সান রাইজ ক্লাব এর সভাপতি ,মো. আব্দুল হক সাহেবের সভাপতিত্বে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২১ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার সৌন্দর্য বৃদ্ধি করেছেন সানোড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু ।
উক্ত খেলার উদ্বোধক , সাবেক ভিপি ,কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ ,নুরুজ্জামান বিপ্লব । উক্ত খেলার প্রিয় অতিথি , ইঞ্জিনিয়ার আবুল বাশার , গণপূর্ত বিভাগ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন – সানোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি, কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ রবিউল করিম রুবেল , ব্যবসায়ী ও লায়ন একাদশের মালিক মো. আলমগীর হোসেন , ক্লাবের সকল সদস্যবৃন্ধ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দুই দলের কর্মাকর্তা,কলাকুশলী, খেলোয়াড় ও অন্যান্যরা ।