আলোকিত রিপোর্ট:
নতুন রুটিনে বৃহস্পতিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে
অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।
বুধবার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এছাড়া, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানও বৃহস্পতিবার হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি উদ্বোধন করবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান সভাপতিত্ব করবেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।