গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে হায়দার আলীর টিনশেড ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে টিনশেড ওই ঝুটের গুদামে আগুন লাগে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
কাশিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।