জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ:
ষষ্ঠীপূজার মাধ্যমে আগামী ১১ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসব সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের প্রতিমাশিল্পীরা। ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে প্রতিমা নির্মাণ শেষ হয়েছে। এখন শুধু রংতুলির আঁচড়ে দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তোলার চেষ্টা। সব মিলিয়ে প্রতিমাশিল্পীদের এখন দম ফেলার সময় নেই।
পৃথিবীর সব প্রাণীর দুঃখ দুর্গতিনাশ করে শান্তি স্থাপন করতে দুর্গাদেবী আসছেন, এমন বিশ্বাসই করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ জন্যই দুর্গাদেবীর শুভ আগমনে সুনামগঞ্জ জেলাজুড়ে চলছে নানা আয়োজন।
করোনার কারণে গেল বছর উৎসবের আমেজে ভাটা ছিল। এবার সেটি নেই, মণ্ডপে মণ্ডপে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। জেলায় ৪১৯টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরে হচ্ছে ২৩টি মণ্ডপে দুর্গোৎসব।
দুর্যোধন দাস বললেন, শারদীয় দুর্গাপূজা বিপুল আনন্দ-উদ্দীপনায় শুরু হবে। পৃথিবীর সব মানুষের শান্তি সমৃদ্ধি কামনায় দেবীর এবার ঘোটকে আগমন, দোলায় গমন হবে। মহামারি করোনা থেকে পৃথিবীর সব মানুষ মুক্ত হোক, নিরাপদে থাকুক, দেবীর কাছে এটাই চাওয়া আমাদের।