সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরই নিবন্ধন” এই শ্রোগানকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস বুধবার পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কনফারেন্স রুমে আয়েজিত আলোচনা সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
আরও বক্তৃতা করেন, ডা. মাহফুজা আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, প্রোগ্রাম অফিসার তপু দেবনাথ, চেয়ারম্যান মঞ্জুর এলাহী, জয়নাল আবেদীন,হারুন অর রশিদ, হোসেন আলী বাগচী, ইউপি সচিব আব্দুল আলীম প্রমুখ।