শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ, পুত্রবধূ আটক

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে শাশুড়িকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে পুত্রবধূ নাজমা চৌধুরী (৪৫) তার শাশুড়ি শফর চাঁন বিবিকে (৮৫) কুপিয়ে  হত্যা করেন।

নিহত শফর চাঁন বিবি  মৃত মহরম আলীর স্ত্রী। ঘটনার পরে প্রাথমিক সন্দেহ হওয়ায় ঘটনাস্থল থেকে পুত্রবধূ নাজমাকে আটক করে নিয়ে গেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

নিহতের আত্মীয় স্বজনের দাবি সংসারের আধিপত্য বিস্তার নিয়ে বউ-শাশুড়ির মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছে।

এরই জের ধরে কত মঙ্গলবার রাত দুইটার দিকে নাজমা শাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শাশুড়িকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য ঘর থেকে বের করেন, ওই সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌাস মোহাম্মদ জানান, নিহত ওই মহিলার শরীরে কোন ধরনের কুপের আঘাত পাওয়া যায়নি।