ভৈরবে রিভলবার ও গুলিসহ নৌ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ একাধিক ডাকাতি মামলার আসামি নৌ ডাকাত শাহিন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে ভৈরব নৌ পুলিশ ।

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কালিপুর এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে কালিপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে  নৌ ডাকাত শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়।

ভৈরব নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শহরের কালিপুর এলাকায় জিল্লুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয় । এসময় তার সঙ্গে থাকা একটি দেশীয় রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক নৌ ডাকাতির মামলা রয়েছে।

ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।