টাঙ্গাইলে নারী চোর চক্রের ৪ সদস্য  আটক

টাঙ্গাইল প্রতিনিধি:

টাংগাইলের বাসাইল উপজেলায় নারী চোর চক্রের চার জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ( ৫ই অক্টোবর) বিকেলে তাদের বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আনজু বেগম (২৯) অনিতা ( ২০) আকলিমা ( ১৮) এবং মনিকা (১৮) । গ্রেফতারকৃতরা সবাই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগীলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়,  বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন মহিলার টাকা- পয়সা, মোবাইল ও স্বর্ণালঙ্কার খোয়া যায়।  ৪/৫ জন অপরিচিত মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।  পরে স্থানীয় লোকজন তাদের আটক করে।

এ প্রসঙ্গে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুনুর রশিদ জানান,  গ্রেফতারকৃত সকলেই পেশাদার চোর।  তারা একটি চোর চক্রের সদস্য।