পলাশের এমপি’র জন্মদিন উদযাপন

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার পলাশ উপজেলাতে নরসিংদী দুই আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ এর জন্মদিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

গত শুক্রবার সন্ধায় পলাশ উপজেলার বিএডিসি মোড় আওয়ামী লীগের পার্টি অফিসে ঘোড়াশাল পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কবির হোসেন এর আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঘোড়াশাল পৌরসভার এক  নং ওয়ার্ডের সভাপতি   গোলাম মস্তফা সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হক বাদল,  প্রফেসর  মনির হোসেন সরকার সহ ঘোড়াশাল পৌরসভার এক  নং ওয়ার্ডের সকল নেত্রীবৃন্দ।