কিশোরগঞ্জ প্রতিনিধি:
শনিবার দুপুর দেড়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন জগন্নাথপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর ‘বিজয় এক্সপ্রেস’ ভৈরব স্টেশনে এবং কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘এগারসিন্ধুর এক্সপ্রেস’ কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে।
এছাড়া বিকাল ৪টায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ছাড়ার নির্ধারিত সময় থাকলেও তিন ঘণ্টা থামিয়ে রাখা হয়। আরও কয়েকটি স্টেশনে লোকাল ও মেইল ট্রেন থামিয়ে রাখা হয়।