ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ নৌকার মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন।
উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রায় ৭০জন নৌকার মনোনয়ন চেয়েছেন বলে জানা গেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করলে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ ব্যস্ত সময় পার করছেন।
ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সহ সভাপতি ঢাকা জেলা ছাত্রলীগ ও সাংগঠনিক সম্পাদক বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং বালিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবর রহমান এর নির্বাচনী প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ অক্টোবর ) বাদ এশার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রাম এলাকায় এ নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ আলিম এর সভাপতিত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক – নীরব আহাম্মেদ রুমান এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আ. সালাম ।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান বলেন, আমি দলের কাছে চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর দিক-নির্দেশনায় আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো।