আমদানি করা পয়েন্ট টু টু ক্যালিবারের উজি আগ্নেয়াস্ত্রগুলো বৈধ লাইসেন্সধারী ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীরা। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ–সম্পর্কিত একটি নির্দেশনা জারি করেছে।
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) জি এস এম জাফরুল্লাহ প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈধ লাইসেন্সধারীদের কাছে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য আগে অনুমতি নিতে হবে।