ঢাকায় ২৩২ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত এক জরিপের ফলাফলে বলা হয়েছে, ওই তরুণদের ৫০ শতাংশ আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসায় সন্তুষ্ট। এর পেছনে কারণ হিসেবে তাদের ২২ শতাংশ বলেছেন, এর মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। এর ফলে ভারত চাপে থাকবে এমন কারণে সন্তুষ্টির কথা বলেছেন ৩.৭ শতাংশ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে বলছে ৯.১ শতাংশ, কাশ্মীরের মুসলমানদের মুক্তির সম্ভাবনা বেড়েছে ৬.৩ শতাংশ, তালেবান জঙ্গি সংগঠন নয় এটি প্রমাণিত হয়েছে ১৩.১ শতাংশ, বিশ্বব্যাপী ইসলাম রক্ষার সংগঠন তালেবান ১২ শতাংশ, এ অঞ্চলের ইসলামি দলগুলোর সাহস ও শক্তি বৃদ্ধি পাবে ১৭.৭ শতাংশ, মুসলিম দেশগুলোর শক্তি বাড়বে১২.৬ শতাংশ, পশ্চিমা শক্তিগুলোর আফগান থেকে প্রাকৃতিক সম্পদ পাচার বন্ধ হবে বলেছে ৪.৮ শতাংশ।