মো. সালাহউদ্দিন আহমেদ, মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন (২০২১) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে চৈতাবতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল হালিম খান এর সভাপতিত্বে ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী – ২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক বাবু পবিত্র রঞ্জন দাস মহাদেব, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক শরীফ, আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন ভূইয়া রিপন প্রমুখ।
সম্মেলনে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের পুরনো কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে বীনা প্রতিদন্ধীতায় আগামী তিন বছরের জন্য পুনরায় মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হিসেবে আব্দুল হালিম খান ও মাহবুবুল হাসান চেয়ারম্যান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।