আওয়ামী লীগের পতাকা তলে মেধাবী তরুণদের নিয়ে আসতে হবে: ড. আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম পি বলেছেন- মেধাবী তরুণদের আওয়ামী লীগের পতাকা তলে নিয়ে আসতে হবে।

রোববার ( ২৬ সেপ্টেম্বর) টাংগাইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কৃষি মন্ত্রী বলেন, যতো দ্রুত সম্ভব ইউনিয়ন থেকে শুরু করে টাংগাইল জেলা কমিটির সম্মেলন শেষ করা হবে। দলকে সুশৃংখল এবং ঐক্যবদ্ধ করে নতুন ও শিক্ষিত তরুণ সমাজকে নেতৃত্বে আনা হবে।  শিক্ষিত মানুষ দ্বারা দলকে পরিচালনা করতে হবে।  তারা নির্মোহ জাতির বিবেক হিসেবে কাজ করবে।  শুধু ধর্ম নিরপক্ষেতা বললেই মানবতাবাদী হবে না।  সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আগামীতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে জ্বালাও- পোড়াও করতে চাইবে।  তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করার জন্য নেতা- কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

দলের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন টাংগাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এম পি, ছানোয়ার হোসেন এমপি, আতাউর রহমান খান এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি সহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।