কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ

কিশোরগঞ্জ  প্রতিনিধি: 

কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নামে হোসেনপুর উপজেলা পরিযদ এই নৌকা বাইচের আয়োজন করে।

বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে নৌকা টানানো বেলুন উড়িয়ে নৌকা বাইচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বড় নৌকা সরঙ্গ, বড় নৌকা ছিপ ও ছোট নৌকা এ তিনটি ক্যাটাগরিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৬টি নৌকা বাইচে অংশ নেয়। বিভিন্ন এলাকা থেকে আগত  নৌকাগুলো নানা সাজে সজ্জিত হয়ে সাহেবের চর গ্রামে জমায়েত হয়।

এর মধ্যে বড় নৌকা সরঙ্গ ও বড় নৌকা ছিপ বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে উভয়কে নগদ ৫০ হাজার টাকা করে ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।

এছাড়া ছোট নৌকার বিজয়ীকে নগদ ২৫ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে নৌকা বাইচে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক প্রমুখ।