মোঃ সাইফুল ইসলাম ,ধামরাই (ঢাকা) থেকেঃ-
ঢাকার ধামরাইয়ে বৃদ্ধ নানার (৬০) হাতে ধর্ষণের শিকার হয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী (২৫) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় সাজেদা বেগম নামে ধর্ষকের এক সহযোগীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার এ ঘটনা জানাজানি হয়।
আটককৃত সাজেদা বেগম ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা পূর্বপাড়া গ্রামের মোয়াজ্জেমের স্ত্রী। সে আগেও এক পল্লি চিকিৎসক খুনের মামলার আসামি।
অভিযুক্ত ওই নানার নাম সফুর উদ্দিন । সে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের মৃত চাঁন্দু শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকমাস আগে নিয়মিত যাতায়াতকালে প্রতিবন্ধী নারীর বাড়িতে তাকে একাধিকবার ধর্ষণ করে ওই নানা। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি ওই পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষা করানো হলে তার গর্ভকাল ধরা পড়ে। পরে ওই নারীকে জিজ্ঞাবাদ করলে সে ওই নানার কথা জানিয়ে দেয়। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে।
বুদ্ধি প্রতিবন্ধি তরুণী জানায়, আমার উকিল নানা আমাকে তার বাড়ীতে বার বার ডেকে নিয়ে আমার সঙ্গে মেলামেশা করে।এমনকি আমাদের বাড়িতে এসেও আমার সর্বনাশ করে। এখন আমার পেটে ৫মাসের বাচ্চা। আমি এখন ঠিকমত খাইতে ও চলাফেরা করতে পারিনা ।
এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, রাতে প্রতিবন্ধী মেয়ে নানার লালসার শিকার হয়ে ৫মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এমন একটি লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামিকে গ্রেপ্তার করা যায়নি । তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী এক নারীকে গ্রেফতার করা হয়।