বিনোদন ডেস্ক:
মধুমিতা সরকারকে দেখা গেল পদ্মপাতায় ঢাকা জলাশয়ে ভেসে বেড়ানো এক নৌকায়। সাদা পোশাকে বসে আছেন। ড্রোন ক্যামেরায় চলছে শুটিং। সেখান থেকেই শুটিংয়ের একটি মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করলেন ‘চিনি’-র নায়িকা।
শিগগরই মধুমিতার দুটি ওয়েব সিরিজ আসছে। সংবাদ মাধ্যমকে এমনটিই জানালেন। তবে বিস্তারিত বলেননি তিনি। তার মতে, অনুরাগীদের নতুন নতুন চমক দিতে ভালোবাসেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে মধুমিতার নতুন মিউজিক ভিডিও ‘ও মন রে’। এ ভিডিওতে তার বিপরীতে দেখা গেছে যশ দাশগুপ্তকে। মধুমিতার অভিনয় মন ছুঁয়েছে অনেকেরই। ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ দেখেছেন নতুন ভিডিওটি।