ধামরাইয়ে আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামরাই প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. মামুন হোসেনের ওপর চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বীমূখা এলাকার খেলার মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে পাশের আঞ্চলিক সড়কে মানববন্ধন করা হয়।

এ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু নন্দ কুমার সরকার। সভায় বক্তারা সবাই ভুক্তভোগী মামুন হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার  করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হোসেন সরকার, পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ হক সুজনসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগের সকল নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত মাসের ২৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে চৌহাট ইউনিয়নের মনোহারপুর তিন রাস্তা এলাকায় মো. মামুন হোসেনের উপর  অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায় দূর্বৃত্তরা।