যশোর প্রতিনিধি:
উৎসবমূখর পরিবেশে যশোর প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে একটানা বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সারাদিন প্রেসক্লাব যশোর মিলনমেলায় পরিণত হয়।
দৈনিক যশোরের কর্ণধার জাহিদ হাসান টুকুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন । এটি তাঁর চতুর্থবারের বিজয়। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএম তৌহিদুর রহমান। জনাব এসএম তৌহিদুর রহমান দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।