নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার পলাশ উপজেলায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পলাশ থানার পুলিশের আয়োজনে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ, পলাশ থানার পরিদর্শক মো. শফিকুল ও চরসিন্দুর ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম এবং এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।
এ সময় পলাশ থানার (ওসি) মো. ইলিয়াছ বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই এলাকার মাদক মুক্ত করা সম্ভব হবে।