গুচ্ছ ভর্তির প্রাথমিক ফল আজ

আলোকিত রিপোর্ট:

করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম পিছিয়ে যায়। প্রথম ধাপের প্রাথমিক আবেদন শেষ করা হলেও তার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। রোববার সেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের ফল রোববার (২২ আগস্ট) প্রকাশ করা হবে। এরপর তালিকাভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ধাপে আবেদন কার্যক্রম শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর  বলেন, প্রথম ধাপে নেয়া প্রাথমিক বাছাই করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। রোববার এ ফল প্রকাশ করা হবে। প্রাথমিক আবেদনে যারা নির্বাচিত হবেন শুধুমাত্র তাদের এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে।