ধামরাই (ঢাকা) থেকে:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের চৌরাস্তায় মো. লুৎফর রহমান,আহবায়ক চেতনায়-৭১ বাংলাদেশ এর আয়োজনে এল, বি. ইট ভাটায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকালে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের মো. লুৎফর রহমান, আহবায়ক চেতনায়-৭১ বাংলাদেশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ,বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আলীম ।
এ সময় বক্তব্য দেন বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মজিবর রহমান।
তিনি বলেন, ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলকে হত্যা করে তারা চেয়েছিলো এই দেশটাকে আবার সেই পাকিস্তান বানাতে, তারা তা পারেনি।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশে এখনো অনেক লোক আছে যারা সুসময়ে বন্ধু হয়ে কাছে আসে পরে সুযোগ বুঝে ক্ষতি করে তারা পালিয়ে যাবে তাই আগে থেকেই সাবধান থাকতে হবে। এ সময় তিনি ১৫ আগস্টে যারা শহিদ হয়েছেন তাদের সকলের জন্য তিনি দোয়া চান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য জনাব মো. এমারাত হোসেন, বালিয়া ইউনিয়ন ছাএলীগের সভাপতি জনাব মো. রাজীব হাসান, ঢাকা জেলা ছালীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিরব আহমেদ রোমান ও আব্দুল মজিদসহ আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।