নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর জেলার পলাশ উপজেলায় বজ্রপাতে সুমন শিকদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নে এই ঘটনা ঘটে । নিহত সুমন শিকদার (৩৫) পলাশের চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর মধ্যপাড়া গ্রামের আরমান মিয়ার পুত্র । তিনি কৃষিকাজের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন বিকেলে বাড়ির পাশের এক মাঠের পাটখেতে কাজ করছিলেন। এরমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি খেত থেকে সরে না এসে সেখানেই কাজে ব্যস্ত থাকেন। পরে হঠাৎ বজ্রপাত হলে তিনি সেখানেই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে পাটখেত থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইলিয়াস বলেন , বজ্রপাতে ১ জন নিহত হওয়ার খবর শুনেছি।