ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন খেলায় জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার সিরিজের চতুর্থ খেলায় ১০৪ রানের মামুলি পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে বাংলাদেশ।

এদিন টাইগারদের ৩ উইকেটে হারিয়ে সফরে এসে প্রথম জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, রান তাড়া করা সবসময়ই কঠিন কাজ। তাছাড়া এই উইকেটে ম্যাচ জয়ের জন্য ১২০ রান খুব ভালো স্কোর। সেই হিসেবে আমরা ১৫ থেকে ২০ রান কম করেছি।

তিনি আরও বলেন, এত কম রান করার পরও আমাদের বোলাররা ওদের সহজে ম্যাচ জিততে দেয়নি। ১৯তম ওভার পর্যন্ত লড়াই করেছি।

 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button